Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বদলগাছী উপজেলার পটভুমি

উপজেলার পটভূমি

কথিত আছে যে, মুদ্রা ব্যবস্থা প্রচলনের পূর্বে দ্রব্য বিনিময় (বা বার্টার সিস্টেম) প্রয়োজনে বদলগাছী নামক স্থানটিকে ব্যবহার করত। দ্রব্য বদলাবদলীর উপর্যুক্ত স্থান হিসেবে  এবং যার ফলশ্রুতিতে স্থানের নাম হয়েছে বদলগাছী। ১৭৫৭ খ্রিঃ এ দেশে ইংরেজদের অধীন হলে পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে বদলগাছী থানা তৎকালীন দিনাজপুর জেলার অন্তর্গত থানা ছিল। ১৮২১ সালের দিকে বদলগাছীর থানা বগুড়া জেলার অন্তভূক্ত হয়। ইতিহাসে ১৮০৭ সালে ও বদল গাছী থানা হিসেবে উল্লেখ পাওয়া যায়। এ হিসাবে বদলগাছীকে প্রাচীন থানা হিসবে চিহিত করা যায়। ১৮৯৭ সালে বদলগাছী থানা বৃহত্তর রাজশাহী জেলার অর্ন্তভূক্ত হয়।এ সময় নওগাঁ মহকুমার অধিন একটি বর্ধিষ্ণু থানা হিসাবে পরিগনিত হয়। ১৯৮৩ সালের ৭ নভেম্বর বদলগাছী উপজেলায় রূপান্তরিত হয়।